• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer

Somoyer Tune

Bangla Quotes, Bangla Songs Lyrics.

  • Home
  • Song Lyrics
  • Bangla Quotes
  • Motivation Story
You're Here: Home » Love Status Bangla | Top Love Status Bangla 2022
Love Status Bangla | Top Love Status Bangla 2022

Love Status Bangla | Top Love Status Bangla 2022

posted On March 29, 2022

Love Status Bangla:

**যদি তুমি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো,
যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা, তেমনি আমি তোমার উপমা!**

**তুমি চাঁদ নও তবে চাঁদের আলো,
u তুমি ফুল নও তবে ফুলের সৌরভ,
তুমি নদী নও তবে নদীর ঢেউ,
u তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ।**

**প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না।
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না ।**

**হাজার তারা চাই না আমি, একটা চাঁদ চাই। হাজার ফুল চাই না আমি, একটা গোলাপ চাই। হাজার জনম চাই না আমি, একটা জনম চাই, সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।**

**জানিনা তুমি কে, আর কেনই বা ডাকি তোমায় আমি। তোমার জন্য নিশি জাগি আর একলাই বসে থাকি, তুমিতো অদেখা সেই স্বপ্ন, তুমি আমার কল্পনার রাজকুমারী।**

**তুমি আছো বলে মন ফুরফুরে, সঙ্গে চিপস কুরকুরে। তুমি হাঁসো বলে বৃষ্টি রিমঝিম, কখনো পেপসি, কখনো আইসক্রিম। তুমি বন্ধু বলে এত পাগলামি, বন্ধু তুমি বড়ই হারামি।**

**তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা, তুই বললে বাঁচতে পারি অক্সিজেন ছাড়া। পৃথিবীকে লুটাতে পারি বন্ধু তোরই পায়, এবার তুই বল, এভাবে আর কতো মিথ্যে বলা যায়…!!!**

**জীবনটা ধরো সাগর, আর হৃদয় তার তীর। তুমি হলে সাগর। তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে তবে ব্যাপার হলো সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে…???**

**একটা সত্যিকারের ভালোবাসা, একটা অসহায় জীবনকে নতুন করে রূপ দিতে পারে, আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে।**

**ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন। পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সেই ভালোবাসা জীবনের মধ্যে বিদ্যমান থাকে।**

**মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই। ঘুরবো পথে লয়ে তারে, তোমারে জানাই।**

**মনের নীল খামে, প্রথম চিঠি তোমার নামে। তাও আবার মনে মনে, পাঠিয়েছি মোবাইল ফোনে। পরে দেখো শেষ লাইন, মিস করছি তোমায়…**

**ভালোবাসা যদি হয় দামি, তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি ? ভালোবাসা যদি হয় জীবনের নাম, তবে কেন অকালে ঝরে যায় হাজারো মানুষের প্রাণ…**

**জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে।**

আরও পড়ুন:- Facebook Bangla Status About Life

**গোলাপ যায় শুকিয়ে, চাঁদ যায় লুকিয়ে। দিন যায় ফুরিয়ে, পাখিরা যায় উড়িয়ে। কথা দিলাম বন্ধু তোমায় দেবো না আমি হারিয়ে। যদি রাখো তোমার হৃদয়ে, থাকবো আমি তোমার হয়ে…**

**হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজও, ভালোবাসি তারে। ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি, কি করে বোঝাবো তারে, আমি তাকে কতটা ভালোবাসি…!!!**

**চশমা পরা সেই দুচোখের মাতাল করা দৃষ্টি, মন জমিনে নামিয়েছিলো মুসল ধারায় বৃষ্টি। তোর ঠিকানায় আছি আমি, মন পাড়াতে ঘুরি। সেদিন থেকে, যেদিন নিলি মনটা করে চুরি।**

**গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি, সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি। ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে, তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে…**

**বড় ইচ্ছা হয় তোমাকে সাথে, নিয়ে ১ দিন পূর্ণিমার চাদ দেখবো। সেদিন চাঁদকে বলবো। চাঁদ দেখ
আমার মনের মানুষটি তোমার চেয়ে কত সুন্দর।**

**তোমায় নিয়ে স্বপ্ন আমার, তোমায় নিয়ে যত আশা,
তোমাকে দিলাম আমার হৃদয় ভরা ভালোবাসা।**

**খুব নিশিতে কষ্ট হলে, মাথা রেখ চাঁদের কোলে, তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে।
কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে।**

রোমান্টিক ছন্দ স্ট্যাটাস:

বিয়ের পর দু’জনাতে যাবো হানিমুনে। সেখানেতে মনের কথা, কইবো মনে প্রাণে।

পথের পানে চেয়ে চেয়ে দিন কেটে যায়। কখন তুমি আসবে ওগো, বলো না আমায়…

কত স্বপন দেখছি আমি, তোমায় নিয়ে মনে। কি যে হবে পরিণামে, ভাবছি সারাক্ষনে।

তোমার সাথে দেখা আমার, বহুদিনের পরে। কেমন ছিল এতদিন, তুমি আমায় ছেড়ে…

সত্যি করে বলো দেখি, একটা কথা মোরে। বিয়ের পর মারবে নাতো, আমায় ধরে ধরে।

 টানছো কেন আঁচল ধরে, সবাই দেখে নেবে। বিয়ের পরে আমায় তুমি, আপন করে পাবে।

তোমার চিঠি পরতো যদি, আমার বাবার হাতে। ঘরের বাইরে আমাকে আর দিত নাকো যেতে।

এবার তুমি রাগ করো না, করো নাকো ভঙ্গি। আজই তোমায় নিয়ে যাবো, দেখতে অমরসঙ্গী।

তোমায় আমি ভালোবাসি, বলতে পাই লাজ। মনে বহু সাহস ভরে, চিঠি দিলাম আজ।

মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই। ঘুরবো পথে লয়ে তারে, তোমারে জানাই।

রূপের তুলনা নাইকো তোমার, তুমি যে অপরুপা। কিছুতেই তো যায়না ভোলা, ক্ষনিকের সেই দেখা।

তোমার মুখে মিষ্টি হাসি, ভুলতে পারি নাই। তাইতো আমি তোমার আশায়, পথের পানে চাই।

তোমার আশায় বসে আছি, পথ পানে চেয়ে। আসবে কবে আমার কাছে, ওগো সোনা মেয়ে।

চোখে চোখে দু’জনায়, যেদিন দেখা হলো। পারলাম নাতো বলতে কিছু, অনেক বলার ছিল।

রাতে শুয়ে ঘুম আসে না, ভেবে তোমার কথা। কবে তুমি আসবে বলো, আমার সাথে হেথা

বিখ্যাত লেখকদের লেখা প্রেমের উক্তি:

ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা ~ সমরেশ মজুমদার ।

বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম ~ কাজী নজরুল ইসলাম।

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন ~ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায় ~ স্কুট হাসসুন।

প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না ~ রবীন্দ্রনাথ ঠাকুর।

নারীর প্রেমে মিলিনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা ~ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড় জোর বিয়ে করতে পারে ~ ওয়াশিংটন অলসটন।

একই ব্যাক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নির্দশন ~ ব্রাটন।

দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম ~ হুমায়ূন আজাদ।

প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে ~ জর্জ বার্নার্ড শ।

ধোয়া, টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরুবেই ~ শংকর।

ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ ~ জর্জ চ্যাপম্যান।

প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম অভিব্যক্তি ~ হল রুক.জ্যাকসন।

প্রেম হয় শুধু দেখা ও চোখের ভাল লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই সে জেগে উঠে ~ হুমায়ূন আহমেদ।

আরও পড়ুন:- Bangla Romantic Quotes

এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে ~ হুমায়ূন আহমেদ।

যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর ~ হুমায়ূন আহমেদ।

ভালবাসা কারো জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারো জন্য স্বল্প। কিন্তু কষ্ট দুটোতেই সমান ~ হুমায়ূন আহমেদ।

ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি ~ হুমায়ূন আহমেদ।

যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর ~ হুমায়ূন আহমেদ।

মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে ~ হুমায়ূন আহমেদ

যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না ~ হুমায়ূন আহমেদ।

নারীর প্রেমে মিলিনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা ~ রবীন্দ্রনাথ ঠাকুর।

ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি ~ হুমায়ূন আহমেদ।

প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড় জোর বিয়ে করতে পারে ~ ওয়াশিংটন অলসটন।

ভালবাসা কারো জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারো জন্য স্বল্প। কিন্তু কষ্ট দুটোতেই সমান ~ হুমায়ূন আহমেদ।

একই ব্যাক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নির্দশন ~ ব্রাটন।

Rabindranath Tagore: Rabindranath Tagore Quotes

Bangla attitude status

1. কিছু লােকের লেভেল ২ টাকার কিন্তু Attitude দেখায় ২০০ টাকার

2. রাতে ঘুম আসেনা কিন্তু সকালে প্রচুর ঘুম পায় ! এটা কি আমার আমেরিকা যাওয়ার লক্ষণ ?

3. গার্লফ্রেন্ডের নামটি মাসির নামে Save করেছিলাম , বাবা Call Reacieve করে বলে কিরে শালি কেমন আছিস ?

4. ছেলেরা প্রেম করলে সিম কোম্পানির লাভ । আর প্রেমে ছেকা খেলে Lমদ আর সিগারেট কোম্পানির লাভ : ছেলেরা উপকার ছাড়া অপকার করে না ।

5. 6 মাস পর একজন কে ছেড়ে আরেক জনকে ধরাকে ভালােবাসা বলেনা , সেমিস্টার বলে . . .

6. কিছুই বুঝি না বাড়িতে ১০০ টাকা হারিয়ে গেলে মা টাকা খোজার আগে আমাকে খোজে.

Bangla status For best friends | Bondhu

ভাবছি বেস্ট ফ্রেন্ডের বিয়েটা জোর । করেই দিয়ে দেব
নাহলে এই জন্মে ওর বিয়ে বােধহয় হবে না: আর আমার খাওয়া হবে না ।

বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায়
সেই মানুষটা যে বন্ধুত্ব মূল্য দিতে পারে না

ডিয়ার বেস্টফ্রেন্ড , যদি যাস ভুলে ক্যালাবাে চাঁদা তুলে ।

মনে রাখবে, যেকোনো ব্যক্তি যার কাছে বন্ধু আছে, সে কখনই অসফল নয়

তোমার যত সুখ আছে, আমায় কিছু দিও, আমার কিছু দুঃখ আছে, আপন করে নিও।
তোমার আকাশ মেঘলা হলে, আমায় খবর দিও, বৃষ্টি হয়ে ঝড়বো আমি বন্ধু ভেবে নিও।।

দুঃখকে delete করোভালোবাসাকে save করো, বাজে বন্ধু cut করো, ভালো বন্ধু copy করো
কষ্ট joy করো, সুখ enjoy করো. ভালোবাসা মূল্যায়ন করো না বুঝলে আবার পড়ো

রাতের তারা দেখলে পরে, বন্ধু তোমায় মনে পরে, হয়তো আমার হৃদয়ের কোনে
তুমি আছো আমার মনে, তাই বন্ধু তোমার আসা, তোমায় জানাই আমার ভালোবাসা॥

হৃদয় যদি সহজ হয়, সব চাওয়া পূর্ণ হয়, প্রেম যদি real হয়
একদিন তার হবেই জয়, যদি তোমার মত বন্ধু র Impossible কিছুই নয়॥

বন্ধু আমি আছি সাথে, খুঁজে দেখো আশেপাশে। যদি আমায় পরে মনে,
চেয়ে দেখো দূর গগনে। বন্ধু তুমি থেকো “ভালো”, জীবনে আসুক শুধুই “আলো”॥

Bangla status

সিংহের মতো রাজা হোন,
বা ভীত কুকুরও জানেন”

জনগণের প্রতি সম্পূর্ণ সম্মান দিন,
এটি তাদের অধিকার বলে নয়
বরং আপনার আচার অনুষ্ঠানের কারণে।

“জলিকে আগুন বলা হয় এবং ছাই হিসাবে নির্বাপিত হয় এবং আপনি যে স্ট্যাটাসে পড়াশুনা করছেন তাকে ফাদার অফ অ্যাটিচিউড বলা হয়”

“আমার অবস্থা গতকাল ছিল, এটি আজও রয়েছে এবং আগামীকালও হবে,
আমার ক্যালেন্ডার মনোভাব নয়, বছর বদলে যে পরিবর্তন হয় না ..!

মানুষের কখনই সাহস হারাতে হবে না, কারণ পাহাড় থেকে উঠে আসা নদীটি কাউকে জিজ্ঞাসা করে না সমুদ্রটি কোথায়?

কখনও কখনও এটি আপনাকে দেখে আপনাকে এতটা স্বস্তি দেয় যে হৃদয় সারা দিন কেবল আপনার দিকে তাকাতে থাকে।

কি অদ্ভুত তাইনা ?প্রেম তার সাথে হয়যে আমাদের কপালে নেই ।

মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায় তখন চোখের পানি কথা বলে।

Bengali Status For Whatsapp

পাখি মনে হচ্ছে জেল খানায় বন্ধি অামি 😭
বুকের ভিতর কেমন করে বুঝাতে পারবো না 😓🤐
অামার নিস্তব্ধতা 😷তাকে বার বার কাদাবে 😁

কতোটা ভালোবাসি জানি না.!🤔🌸
তবে online আসলে প্রথমে তোর মেসেজ চেক করি.!😍❤

একমাত্র আমিই সেই ছেলে😑 যে এখনও ভার্জিন😆
মানুষের ইগো থাকা টা জরুরি;😶 তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়!💔🌼

Bengali Premer Status

পড়ে গিয়েছো হয়তো কিছু লোক দেখছে🙂
কিন্তু উঠে দাড়ালে সারাবিশ্বের লোক দেখবে🤗

মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু 🙂
বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না 💔🥀

যদি কখনো আমার প্রতি বিরক্তি চলে আসে, তবে দিনের পর দিন না ঠকিয়ে সোজা বলে দিও. তোমাকে আর ভালো লাগে না আমার।”😔

বিশ্বাস করো, সরে আসবো আর বিরক্তও করবো না।💔😔
কিন্তু ঠকানো আর অবহেলার যাঁতাকলে পিসে মেরো না। আমি যে বড্ড আদুরে, অবহেলা সহ্য করতে পারবো না। তুমি নিশ্চয়ই জানো শুধু ছেড়ে যাওয়াকেই বেঈমান বলে না,পাশে থেকে অভিনয় করাকেও বেঈমান বলে।”🖤💔

আমাকে কষ্ট না দিয়ে, তুমি না হয় আমাকে তোমার প্রাক্তনের আসনে বসাও। আমি তোমাকে বেঈমান নয় প্রার্থনায় রাখবো।😓

আমার নাম আই আমার সমস্যা লাভ আর আমার সমাধান ইউ ! আই লাভ ইউ

আমাদের জীবনে অনেক বড় কষ্ট আছে, তবুও আমরা খুশি

আরও পড়ুন:- Motivational Bangla Quotes

Related Reads

Dure Kothao Lyrics:
Romantic Love Quotes In Bengali
স্বামী বিবেকানন্দের সেরা ১০০ টি বাণী ও উক্তি | Swami Vivekananda Bani & Quotes
Sad Quotes In Bengali | Best Quotes In Bangla
ভালোবাসার কিছু উক্তি | Bengali Love Quotes

Filed Under: Bangla Quotes

About Maria Weber

I am working in a form that helps the business houses to improve security. I am working in a company that is a security consulting firm. Sometimes it becomes tough to convey all the things to your customers in just one meeting.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Over 20,0+ Readers

Get fresh content from Somoyer Tune
  • facebook
  • instagram
  • Twitter
  • pinterest
  • linkedin
  • reddit

Latest Posts Guide

ভালোবাসার কিছু উক্তি | Bengali Love Quotes

May 9, 2022

Sad Quotes In Bengali | Best Quotes In Bangla

May 7, 2022

top 10 bangladeshi movies box office collection

April 29, 2022

Bangla Sad Quotes About Life

April 17, 2022

Motivational Bangla Quotes

April 16, 2022

Love Quotes Bengali – Top Love Quotes

April 14, 2022

About Us

Welcome to Somoyertune.com Website. We have here a collection of Bangla quotes, Bangla Songs Lyrics from All Latest and Old Dhallywood movies, Albums with details about Singers, Directors, Lyricists, and more.

Quick Links

  • About Us – Somoyer Tune
  • Privacy Policy
  • Contact Us

Connect With Us!


Copyright © 2022 Somoyer Tune