• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer

Somoyer Tune

Bangla Quotes, Bangla Songs Lyrics.

  • Home
  • Song Lyrics
  • Bangla Quotes
  • Motivation Story
You'r Here: Home → Bangla Quotes → Bangla Quotes About Love
Bangla Quotes About Love

Bangla Quotes About Love

posted On October 14, 2022

Bangla Quotes About Love:

আমি চাঁদ চাইনা, সে উঠবে রাতে।
❤️আমি রাত চাইনা, সে হারাবে প্রভাতে।
আমি ফুল চাইনা, সে ঝরবে দিনের শেষে।
চাই একটা সুন্দর মন,
যা কখনো ভুলবেন না আমাকে।

❤️তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো
সারা জীবন তোমায় আমি ভালবেসে যাবো
পাশে থেকো সারা জীবন দুরে যেয়ো না
তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না

❤️তুমি চাঁদ নও তবে চাঁদের আলো,
তুমি ফুল নও তবে ফুলের সৌরভ,
❤️তুমি নদী নও তবে নদীর ঢেউ,
তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ।

❤️যদি তুমি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো,
যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা, তেমনি আমি তোমার উপমা!

❤️চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও
ঠিক তেমনি ই করে একজনকে ভালোবাসি
তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে
না ঠিক তেমনই করে, আমার ভালোবাসা বুঝে না।

❤️প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না।
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না
পরলে জীবনকে অনুভব করা যায় না ।

❤️বড় ইচ্ছা হয় তোমাকে সাথে
নিয়ে ১ দিন পূর্ণিমার চাদ দেখবো।
সেদিন চাঁদকে বলবো। চাঁদ দেখ
আমার মনের মানুষটি তোমার চেয়ে কত সুন্দর।

❤️তোমায় নিয়ে স্বপ্ন আমার,
তোমায় নিয়ে যত আশা,
তোমাকে দিলাম আমার হৃদয় ভরা ভালোবাসা।

❤️খুব নিশিতে কষ্ট হলে, মাথা রেখ চাঁদের কোলে,
তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে।
কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে।

❤️প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়,
যার ফলে ছেলেদের বেশী কষ্ট পেতে হয়।

❤️যখন ঘুম আসে, তখন স্বপ্ন আসে,
যখন স্বপ্ন আসে, তখন আসে,
এর যখন আসো তখন ঘুম আসে না।

❤️তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি।
তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে।
তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।

❤️আমি যেন বলি আর তুমি যেন শোন,
জীবন জীবনে তার শেষ নেই কোন।
দিনের আলো, আর কত রাত চন্দ্রাবতি
আলো হয়, মেঘ হয় কথা যাই বলি।

❤️যদি জোনাকি হতাম উড়ে যেতাম তোমার কাছে,
মিট মিট করে জোলতাম তোমার চারপাশে।
নীরবে বসতাম তোমার পাশে,
এর বলতাম আই লাভ ইউ।

❤️শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে,
হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন” বুঝেনিও
আমি আছি তোমার পাশে সারাক্ষন।

❤️কষ্ট হলে গভীর রাতে
মাথা রেখো চাঁদের কোলে।
বেশি কষ্ট হলে চোখ রেখো তারার চোখে।
কষ্ট রেখো না বুকের মাঝে,
পাঠিয়ে দিও আমার কাছে।

❤️এক মুঠো মিষ্টি রোদ ,
এক গুচ্ছ গোলাপ, কিছু স্বপ্ন,
শিশুর কোমলতা আর আমার হৃদয়
রাঙানো ভালোবাসা দিলাম তোমায়।

❤️বন্ধু আমি চাইনা তোমার অসীম সুখের ভাগ,
কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক!
তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি,
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!

❤️সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে
বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে
বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর
কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর ।

❤️কেন যেন তোমার কথা আজও মনে পরে,
ভালোবাসার কাব্য লিখি বন্ধু তোমার চোখে,
একবার যদি আসতি ফিরে আমার মনের তীরে,
আমার শুন্য মনে বাধিতাম বাসা তোমায় ঘিরে।

❤️দেখো চাঁদের দিকে;
কত যে কষ্ট তাঁর বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জ্যোৎস্না হারায়
তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে
কারণ সে আকাশ কে ভালবাসে

❤️প্রদীপ জ্বালিয়ে রেখো, আঁধার কেটে যাবে।
চোখ বুজে থেকো, স্বপ্ন দেখতে পাবে।মন
খুলে রেখো,সুখ উড়ে আসবে।হৃদয় দিয়ে ডেকো,
তোমার মাঝে আমায় খুঁজে পাবে।

❤️একটা আকাশে অনেক তারা,
একটা জীবনে দুঃখ ভরা,
অনেক রকম প্রেমের ভুল,
ভুলের জন্য জীবন দিবো,
তবু আমি তোমারি রবো।

❤️বৃষ্টির জন্য বসে আছি;
বৃষ্টির পখ চেয়ে আছি।
আজ বৃষ্টি নামবে।
আকাশ ভেঙে প্রবল বৃষ্টি নামবে আজ।
আকাশে মেঘ, বাতাসে স্তব্ধতা।
আমার আকাঙ্খা বৃষ্টি হয়ে তুমি আসবে.

❤️স্বপ্নের আসে যাই, তবু কিছু থেকে যাই।
ভালোবাসা আসে যাই, কিছু মনে থেকে যাই।
কত কথা আসে যাই,কিছু কথা গেঁথে যাই।
কিছু দিন থেকে যাই, জীবনে না ভুলে যাই।,
স্মৃতির পাতায় কড়া নেড়ে যাই।

❤️সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে।
জীবন সে তো গল্প লিখনা নষ্ট হবে।
মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে।
ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।

❤️তুমি সুখী হলে এই আমি দূরে রব।
ভেবোনা না মিসে বিরহ চিরদিন দু:খ পাব।
হৃদয় কতনা রঙয়ের স্বপ্ন দেখে যায়।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে যদি নামে অকারন শ্রাবণ
ভেবে নেবে সব কিছু ভাগ্যের লিখন।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে আমি আর যাব না।

❤️আমি দেখিনিতো প্রিয়ার চোখের নীরব অভিমান,
দেখলে পরে চোখের জলে করতাম সূর্যস্নান।
আমি দেখেছি শুধু প্রিয়ার চোঁখে আলো আঁধারের খেলা,
তা দেখেই মোর ভালোবাসা নিয়ে যাই গোধূলীবেলা।

❤️তুমি সুন্দর তাই মন ভরে তোমায় দেখি
তুমি অপূর্ব তাই দুচোখ দিয়ে তাকিয়ে থাকি
আর তাই তোমাকে আমি অনেক ভালোবাসি
আর তুমি আসবে সেই অপেক্ষায় সারাদিন পথ চেয়ে থাকি ।

❤️ভালোবাসা নীরব, বলে না কথা।
ভালোবাসা নিঃস্ব, গভীর তার ব্যাকুলতা।
ভালোবাসা কখনও হয় অভিমানী,
স্মৃতির পাতায় বৃষ্টি হয়ে ঝরে চোখের পানি।

❤️ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোড দিবো আনলিমিটেড ভালোবাসা.

❤️কাউকে আবেগের ভালোবাসা দিওনা,
মনের ভালোবাসা দিও !
কারন আবেগের ভালোবাসা একদিন
বিবেকের কাছে হেরে যাবে আর মনের
ভালোবাসা চিরদিন থেকে যাবে।

❤️হতে পার তুমি মন থেকে দুরে তথাপি
রয়েছো মোর নয়নপুরে,
হয়তো তুমি নেই এই হৃদয়ে তবুও রয়েছো
পরশেরই ভিতরে।
কারণ ভালবাসি শুধুই তোমারে।

❤️তুমি আমার দুঃখের ভেলায় সুখের পরশবুলি।
তুমি আমার নিঝুম রাতের একাকিত্বের সাথী।
তুমি আমার জীবনের সকাল সুখের আশা।
তোমাকে নিয়েই আমার জীবনের পথ চলা।

❤️যদি বলো আমার মনে পড়ে কতবার ?
আমি বলবো চোখের পাপড়ি নড়ে যতবার ।
যদি বলো আমায় ভালোবাসো কতো ?
আমি বলবো ওই আকাশে তাঁরা আছে যত ।

❤️ভালোবাসা জিনিসটা কোনওদিন বেধে রাখতে নেই,
খোলা আকাশে ছেড়ে দিতে হয়,
যাতে সে অনেকটা পথ ধরে নিজেকে মেলে ধরতে পারে।

❤️আজ বসন্তের ফুলের মাঝে খুঁজি তোমার ছায়া,
কোন বাঁধনে বাধলে তুমি এ কোন জাদু মায়া।
আজ তোমার পেইন নয়ন ভোরে রইবো শুধু আমি চেয়ে,
তুমি আমার প্রথম দেখা শেষ বিকেলের মেয়ে।

❤️ভালবাসা মানে আবেগ দ্বারা
নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল শুধু মাত্র ভালবাসার মানুষের
সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।

❤️টিপ্ টিপ্ বৃষ্টি পরে, তোমার কথা মনে পরে,
এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে,
এ প্রাণ শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবা বলে।
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে,
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে।

❤️নদী খোঁজে সাগর, আকাশ খোঁজে চাঁদ
অন্তর খোঁজে ভালোবাসা, বাড়িয়ে দুটি হাত
কষ্ট খোঁজে দুক্ষ,সুখ খোঁজে হাসি-
আর আমার মন বলে সারাক্ষন তোমায় ভালোবাসি ।

❤️আমি যদি পারি তোমার জন্য কাঁদতে,
তুমি কি পারবে আমার জন হাসতে।?
আমি যদি আমার আপন মানুষদের ছেড়ে আসতে পারি,
তুমি কি পারবে আমাকে আপন করে নিয়ে ভালোবাসতে?

❤️হৃদয় খুলে সপে দিলাম তোর ই চরণে
ইচ্ছা হলে আগলে রাখিস হৃদয় গহীনে,
অনিচ্ছাতে ছুড়ে ফেলিস তোর বাগানে।

❤️তোমায় ভেবে হয় যে আমার প্রতিটি দিনের সূচনা
তোমায় ভেবে দু চোখে নামে স্বপ্ন রাতের জসনা ।
ভালোবাসার সাগর তুমি আমি অবুঝ মোহনা
তুমি ছাড়া মনের কথা কেউ তো আর বুঝে না ।

You might be interested in:

Love Quotes Bengali
Bangla Romantic Quotes
Bangla Quotes About Myself

Related Reads

Sad Quotes In Bengali | Best Quotes In Bangla
Bangla Sad Quotes About Life
Shakespeare Quotes শেক্সপিয়ারের উক্তি
Whatsapp Status Bangla
Life Status Bangla

Filed Under: Bangla Quotes

About Maria Weber

I am working in a form that helps the business houses to improve security. I am working in a company that is a security consulting firm. Sometimes it becomes tough to convey all the things to your customers in just one meeting.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ঘরে বসে Spoken English

spoken english

Over 20,0+ Readers

Get fresh content from Somoyer Tune

  • facebook
  • instagram
  • Twitter
  • pinterest
  • linkedin
  • reddit

Latest Posts Guide

সমস্যা সমাধানের দক্ষতা কী ও কীভাবে অর্জন করবেন?

February 7, 2023

10 Minute school all pdf book free download

February 5, 2023

Tomar Jonno Nilche Tara lyrics

January 5, 2023

10 minute school discount code, Promo Codes In 2022

November 25, 2022

About Us

Welcome to Somoyertune.com Website. We have here a collection of Bangla quotes, Bangla Songs Lyrics from All Latest and Old Dhallywood movies, Albums with details about Singers, Directors, Lyricists, and more.

Quick Links

  • About Us – Somoyer Tune
  • Privacy Policy
  • Contact Us

Connect With Us!


Copyright © 2023 This Website is Designed and Developed by WP Bias