O Priyotoma Lyrics (ও প্রিয়তমা) Balam | Konal | Shakib Khan যত কথা রাখা ছিল এই বুকে জমা যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা আমার আকাশ নীলে তুমি যে নীলিমা আমার আকাশ
Tomar Jonno Nilche Tara lyrics
tomar jonno nilche tara lyrics: তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো ভোরের রঙ রাতের মিশকালো কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো ভোরের রঙ রাতের
Alo Alo Lyrics Bangla – Tahsan Khan
Alo Alo Lyrics Bangla - Tahsan Khan তুমি আর তো কারো নও শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে, স্মৃতির পাতায় শুধু তুমি আমার কেন আজ এত একা আমি ? আলো হয়ে দূরে তুমি ! আলো-আলো আমি কখনো খুঁজে
Amar Sara Deho Kheyo Go Mati Lyrics
Amar Sara Deho Kheyo Go Mati Lyrics: আমার সারা দেহ খেয়ো গো মাটি এই চোখ দুটো মাটি খেয়ো না আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না ওরে… ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি
Aila Re Noya Daman Bangla Lyrics
Aila Re Noya Daman Lyrics in Bengali: আইলা রে নয়া দামান গানটি সিলেট, বাংলাদেশের একটি জনপ্রিয় গান। গানটি গেয়েছেন মুজা ও তসিবা। এটা একটি লোকসংগীত। আইলা রে নয়া দামান আসমানেরও তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের