তুমি আর নেই সে তুমি তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি জানি না জানি না কেন এমনও হয় তুমি আর নেই সে তুমি তোমার চোখেরও পাতা নাচে না নাচে না আমারো পথ চেয়ে তোমার পায়ে পায়ে মল বাজে না বাজে না আমারো সাড়া পেয়ে হাসো না হাসো
Bangla Movie Lyrics
Bangla Movie Lyrics fuler kane vromor eshe lyrics: ফুলের কানে ভ্রমর এসে। চুপি চুপি বলে যায় তোমায় আমাইয় সারাটি হৃদয় নীরবে জড়াতে চায় ও ও ও আ আ আ এসেছ আমার প্রানে গানের মালা হাতে চেয়েছি তোমায় শুধু আমার কাছে
Valobasar Ukti Bangla – ভালোবাসার উক্তি
Valobasar Ukti Bangla ভালোবাসার উক্তি সমূহঃ- ► অন্যের জন্যে নিজেকে বাঁচিয়ে রেখে নিজেকে নিজে তিলে তিলে শেষ করার নামই হলো ভালোবাসা । — ( হাবিবুর রাহমান সোহেল ) ► ভালোবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয়, যেখানে একটি ছাড়া অন্যটি অচল। —
jonom jonom bangla lyrics:
Jonom Jonom Bangla Lyrics এতোদিনে পেয়েছি যে আমি সেই তোমারই দেখা হারাতে দেবো না তোমায় আসুক যতই বাঁধা যতনে রেখেছি তোমায় এই মনেরই মনি কোঠায় কখনো ভুলো না আমায়। ভালোবাসি তোমায় ভালোবেসে যাব জনম জনমে সাথী
Onek Sadhonar Pore Ami lyrics:
Onek Sadhonar Pore Ami lyrics অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে। অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এ
Ei Bukete Song Lyrics:
Ei Bukete Song Lyrics: এই বুকেতে কেউ থাকেনা, থাকো শুধু তুমি । খুব যতনে সঙ্গপনে লুকিয়ে রাখি আমি , এই বুকেতে কেউ থাকেনা, থাকো শুধু তুমি । খুব যতনে সঙ্গপনে লুকিয়ে রাখি আমি । তুমি আমার সোনাপাখি আদর সোহাগে রাখি । একলা
Amare Chariya Re Bondhu Lyrics
Amare Chariya Re Bondhu Lyrics: আমারে ছাড়িয়া রে বন্ধু, কোন দেশে যাবা চইলা আমারে ছাড়িয়া রে বন্ধু, কোন দেশে যাবা চইলা দেহে আমার প্রাণো নাহি থাকে কোন দেশে যাবা চইলা আমারে ছাড়িয়া। আমারে ছাড়িয়া রে বন্ধু, কোন দেশে যাবা
Top 05 tausif song lyrics
Top 05 tausif song lyrics List: Dure Kothao Lyrics: দূরে কোথাও আছি বসে হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছু’তে চায় মনের দুয়ার দু’চোখ নির্বাক আসোনা ছুটে। তুমি এলে রংধনু রঙ ডেলে দেয় তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায় এই মনের আহলাদ আসোনা
Poran Pakhi Song Lyrics:
Poran Pakhi Song Lyrics ঘুম ভেঙ্গে যাই তোরে স্বপ্ন দেখে ও ধুম লেগে যাই তোরে ভাবলে মনে ও তুই যে আমার পরান পাখি তুই যে আমার পরান পাখি তোরে রাখি বুকেরও ভিতর তুই যে আমার পরান পাখি পুষে রাখি বুকেরও ভিতর তুই যে আমার পরান