• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer

Somoyer Tune

Bangla Quotes, Bangla Songs Lyrics.

  • Home
  • Song Lyrics
  • Bangla Quotes
  • Motivation Story
You're Here: Home » Top 10 Old Bangla Song Lyrics – Best Old Bangla Song
Top 10 Old Bangla Song Lyrics – Best Old Bangla Song

Top 10 Old Bangla Song Lyrics – Best Old Bangla Song

posted On August 31, 2021

Top 10 Old Bangla Song Lyrics List:

1.  Aaj Ei Dintake.

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো
হাওয়ার গল্প আর
পাখিদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দু’টি চোখে স্বপ্ন শুধু আঁকো
হাওয়ার গল্প আর
পাখিদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দু’টি চোখে স্বপ্ন শুধু আঁকো
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো
এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসাবাসি
শুধু গান আর হাসাহাসি
রঙের বরষা ঐ
নেমেছে যে দেখো ফুলে ফুলে
দু’টি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো
রঙের বরষা ঐ
নেমেছে যে দেখো ফুলে ফুলে
দু’টি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো
Song: Aaj Ei Din Take Film: Antaraley Music: Bappi Lahiri Lyrics: Gouriprasanna Majumdar Singer: Kishore Kumar.

2. Ei Raat Tomar Amar

এই রাত তোমার আমার
ঐ চাঁদ তোমার আমার
শুধু দুজনের

এই রাত শুধু যে গানের
এই ক্ষণ এ দুটি প্রাণের
কুহু কূজনে
এই রাত তোমার আমার

তুমি আছো আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই
তুমি আছো আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই
শুধু দুজনে

এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার
শুধু দুজনের

Song: এই রাত তোমার আমার Artiste: Hemanta Mukherjee Music Director: Hemanta Mukherjee Lyricist: Gauriprasanna Mazumder Film: Deep Jwele Jai

3. Neel Akasher Niche

নীল আকাশের নিচে এই পৃথিবী
আর পৃথিবীর পরে’ ঐ নীল আকাশ,
তুমি দেখেছো কি?
আকাশ, আকাশ, শুধু নীল, ঘন নীল,
নীলাকাশ

সেই নীল মুছে দিয়ে আসে রাত,
পৃথিবী ঘুমিয়ে পড়ে
তুমি দেখেছো কি?
তুমি রাতের সেই
নীরবতা দেখেছো কি?
শুনেছো কি রাত্রির কান্না
বাতাসে বাতাসে বাজে তুমি
শুনেছো কি?

নিবিড় আ্ঁধার নেমে আসে ছায়া ঘন
কালো রাত
কলরব, কোলাহল, থেমে যায়- নিশীথ
প্রহরী জাগে
তুমি দেখেছো কি?
এই বেদনার ইতিহাস শুনেছো কি?
দেখেছো কি মানুষের অশ্রু,
শিশিরে শিশিরে ঝরে
তুমি দেখেছো কি?
অসীম আকাশ, তারই
নিচে চেয়ে দেখো
ঘুমায় মানুষ, জাগে শুধু কতো ব্যথা,
হাহাকার
ছোট ছোট মানুষের ছোট ছোট আশা
কে রাখে খবর তার,
তুমি দেখেছো কি?
আর শুনেছো কি মানুষের কান্না,
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছো কি?

Song: Nil Akasher Niche Cast: Razzak Singer: Khandokar Faruk Ahmed Lyricist: Gazi Mazharul Anwar Music: Satta Shaha Movie: Nil Akasher Niche Director: Narayan Ghosh Mita Production: Chayabani Songstha

4.  Amar Pujar Phool

আমার পূজার ফুল
ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
আমার পূজার ফুল
ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
মালা গেঁথে রেখেছি
পরাবো তোমায়
তুমি যেন ছিঁড়ে ফেলোনা
যে কথা যায়না বলা
শুধু বোঝা যায়
মনের গভীরে
শুধু আলো হয়ে রয়ে যায়
যে কথা যায়না বলা
শুধু বোঝা যায়
মনের গভীরে
শুধু আলো হয়ে রয়ে যায়
সে রঙিন আলোর দীপ কোনদিনও
নিভে যাবেনা
আমার পূজার ফুল
ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
জানিনা কেমন করে কি দেবো তোমায়
মন ছাড়া আর কিছু নেইতো আমার
জানিনা কেমন করে কি দেবো তোমায়
মন ছাড়া আর কিছু নেইতো আমার
সুখের শাওন যদি মেঘ নিয়ে আসে
ভিজে যাবো অঙ্গনে তোমার বরষায় বসে
বিজলীর আগুনেতে লেখা নাম
কোনদিনও মুছে যাবেনা
আমার পূজার ফুল
ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
মালা গেঁথে রেখেছি
পরাবো তোমায়
তুমি যেন ছিঁড়ে ফেলোনা
Song – Aamar Pujar Phool Artiste: Kishore Kumar Lyricist: Mukul Dutta Composer: Hemanta Mukherjee

5. Chirodini Tumi Je Aamar

চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই

আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী, সঙ্গী
আমরা অমর সঙ্গী

এতো কাছে রয়েছো তুমি
আরও কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই

এতো কাছে রয়েছো তুমি
আরও কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই

আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি?
সঙ্গী, সঙ্গী
আমরা অমর সঙ্গী

এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু’জনার এই দু’টি মন

এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু’জনার এই দু’টি মন

হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দকারে

চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী, সঙ্গী
আমরা অমর সঙ্গী

Song: Chirodini Tumi Je Aamar Singer: Kishore Kumar Music: Bappi Lahiri Lyrics: Pulak Bandopadhyay

6. Chokher Jaler Hoyna Kono Rang

চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
গহীন আঁধার পথে আঁকা বাঁকা

স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে
স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে
ফুলে ভরা সবুজ মনের আকাশ
ধোঁয়ায় ঢাকা
চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা

ভাঙা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়ে গেল
ভাঙা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়ে গেল
কুড়িয়ে তোমার আঁচলেতে বেঁধে দিতে চাই
নতুন কোন স্বর্গ দেব কোথায় খুঁজে পাই
তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে
নিলো পাখা
চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
গহীন আঁধার পথে আঁকা বাঁকা
আঁকা বাঁকা

SONG – CHOKHER JOLER HOYNA KONO RANG SINGER – KISHORE KUMAR LYRIC – MUKUL DUTTA MUSIC – HEMANTA MUKHERJEE ALBUM – AMAR PUJAR PHOOL

7. Tomare Legechhe Eto Je Valo.

তোমারে লেগেছে এতো যে ভালো
চাঁদ বুজি তা জানে
রাতের ও বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
চাঁদ বুজি তা জানে

রাতের আকাশে তারার ও মিতালি
আমারে দিয়েছে সুরের ও গীতালি
কত যে আশায় তোমারি নামে

জ্বালিয়ে আমি রেখেছি দীপালি
আকুল ভোমরা বলে সে কথা
বুকুলের ও কানে কানে
চাঁদ বুজি তা জানে

এতো যে কাছে চেয়েছি তোমারে
এতো যে প্রীতি দিয়েছো আমারে
এতযে পাওয়া কেমনে সহিবো

একাকী আমি নীরব ও আঁধারে
আকুল পাপিয়া ছড়ায় সে কথা
বাতাসের ও কানে কানে
চাঁদ বুজি তা জানে

তোমারে লেগেছে এতো যে ভালো

চাঁদ বুজি তা জানে
রাতের ও বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
চাঁদ বুজি তা জানে

♪ SONG : Tomare Legechhe Eto Je Valo
Original Singer : Talat Mahmood
Lyrics : K. G. Mustapha
Tune : Robin Ghosh

8. Ore Nil Doriya.

ও রে নীল দরিয়া…
আমায় দে রে, দে ছাড়িয়া
ও রে নীল দরিয়া…
আমায় দে রে, দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া

কাছের মানুষ দূরে থুইয়া…
মরি আমি ধড়পড়াইয়া, রে
কাছের মানুষ দূরে থুইয়া…
মরি আমি ধড়পড়াইয়া, রে

দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে-অন্তরে
আমার এত সাধের মন বঁধুয়া, হায় রে
কি জানি! কি করে
আমার এত সাধের মন বঁধুয়া, হায় রে
কি জানি! কি করে

ও রে সাম্পানের নাইয়া
আমায় দে রে, দে ভিড়াইয়া
ও রে সাম্পানের নাইয়া
আমায় দে রে, দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া

হইয়া আমি দেশান্তরী…
দেশ বিদেশে ভিড়াই তরী, রে
হইয়া আমি দেশান্তরী…
দেশ বিদেশে ভিড়াই তরী, রে
নোঙর ফেলি হাটে ঘাটে
নোঙর ফেলি হাটে ঘাটে
বন্দরে-বন্দরে

আমার মনের নোঙর পইড়া রইছে, হায় রে
সারেং বাড়ির ঘরে
আমার মনের নোঙর পইড়া রইছে, হায়রে
সারেং বাড়ির ঘরে

এই না পথ ধরিয়া…
আমি কত যে গেছি চলিয়া
এই না পথ ধরিয়া…
আমি কত যে গেছি চলিয়া
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পথ চাইয়া
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পথ চাইয়া

ওরে নীল দরিয়া…
আমায় দে রে, দে ছাড়িয়া
ওরে নীল দরিয়া…
আমায় দে রে, দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া

বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া

♪ SONG : Ore Nil Doria
Original Singer : Abdul Jabbar
Lyrics : Mukul Chowdhury
Tune : Alam Khan

আরও পড়ুন: Milon Hobe koto Dine

Related Reads

Top 5 Bangla Deshattobodhok Gaan Lyrics
Veja Sondha Ajhor Brishti Lyrics In Bangla :
Ekhon Onek Raat Lyrics In Bangla :
jonom jonom bangla lyrics:
Tumi Chader Jochona Lyrics

Filed Under: Song Lyrics

About Maria Weber

I am working in a form that helps the business houses to improve security. I am working in a company that is a security consulting firm. Sometimes it becomes tough to convey all the things to your customers in just one meeting.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Over 20,0+ Readers

Get fresh content from Somoyer Tune

  • facebook
  • instagram
  • Twitter
  • pinterest
  • linkedin
  • reddit

Latest Posts Guide

Meye Potanor Sms – Meye Potanor Romantic Kotha

June 19, 2022

chanchal chowdhury best movies

June 8, 2022

Motivational Golpo Bangla – Choto Golpo Bangla

June 6, 2022

Quotes About Life In Bangla

June 5, 2022

Attitude Quotes Bangla

June 4, 2022

Best Motivational Quotes In Bengali Language

June 2, 2022

About Us

Welcome to Somoyertune.com Website. We have here a collection of Bangla quotes, Bangla Songs Lyrics from All Latest and Old Dhallywood movies, Albums with details about Singers, Directors, Lyricists, and more.

Quick Links

  • About Us – Somoyer Tune
  • Privacy Policy
  • Contact Us

Connect With Us!


Copyright © 2022 Somoyer Tune