Jonom Jonom Bangla Lyrics
এতোদিনে পেয়েছি যে আমি
সেই তোমারই দেখা
হারাতে দেবো না তোমায়
আসুক যতই বাঁধা
যতনে রেখেছি তোমায়
এই মনেরই মনি কোঠায়
কখনো ভুলো না আমায়।
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাব
জনম জনমে সাথী হবো
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাব
জনম জনমে সাথী হবো
জীবন আমার হলো রঙ্গিন
যখনই দু’হাত বাড়ালে
স্বর্গেরই সুখ পাই যে আমি
সামনে তুমি দাঁড়ালে।
জীবন আমার হলো রঙ্গিন
যখনই দু’হাত বাড়ালে
স্বর্গেরই সুখ পাই যে আমি
সামনে তুমি দাঁড়ালে।
অনুভবের চাদরে
শুধু তোমায় জড়াবো।
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাব
জনম জনমে সাথী হবো।
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাব
জনম জনমে সাথী হবো।
তোমারই মুখ ছুঁয়ে ছুঁয়ে
ডুবেছি অথৈ স্বপনে
ভালোবাসার এই অনুরাগ
ছড়াও সারা ভুবনে।
তোমারই মুখ ছুঁয়ে ছুঁয়ে
ডুবেছি অথৈ স্বপনে
ভালোবাসার এই অনুরাগ
ছড়াও সারা ভুবনে।
বেঁচে থাকবো যতদিন
শুধু তোমারই রবো।
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাব
জনম জনমে সাথী হবো।
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাব
জনম জনমে সাথী হবো।
Khalid Hassan Milu & Kanak Chapa: Onek Sadhonar Pore Ami lyrics
Song: Jonom Jonom Singer: Porshi & Imran Lyric: Robiul Islam Jibon
Leave a Reply