• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer

Somoyer Tune

Bangla Quotes, Bangla Songs Lyrics.

  • Home
  • Song Lyrics
  • Bangla Quotes
  • Motivation Story
You're Here: Home » Quotes About Life In Bangla
Quotes About Life In Bangla

Quotes About Life In Bangla

posted On June 5, 2022

Positive Quotes in Bengali about Life

দিনে কমপক্ষে ২০ বার বলুন– “আমি বেশ ভাল আছি”।

“জীবনের দু:খকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য”

প্রতিটি কাজ শুরু হয় শুন্য থেকে। ধাপে ধাপে তা পুর্ণতা পায়।

যার ধৈর্য আছে, তার চাওয়া একদিন পূরণ হবেই

যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে?

এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে॥

যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই॥

bengali quotes on life

পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়

বড় হতে হলে সর্ব প্রথম সময়ের মূল্য দিতে হবে

“যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য ৮ ঘণ্টা সময় থাকে।। তাহলে আমি কুড়াল ধার করার জন্য ৭ঘণ্টা ব্যায় করব”

যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না

সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো

জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না

“ আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি॥ ”

যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা

বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।

আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই॥

পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়- ভালবাসা, দয়া, আন্তরিকতা।

অনেক সময় সাফল্য ছাড়াই আমরা উদ্বেগ ও হতাশায় ভুগি! তবে আমরা একবার যা সফল হওয়ার একমাত্র উপায় বলে মনে করি তা হ’ল স্বপ্ন, আমরা কি কখনও সেই স্বপ্নের ব্যাখ্যা খুঁজে পাওয়ার চেষ্টা করি! বা কোন উদ্দেশ্য এবং উদ্দেশ্য নিয়ে কঠোর পরিশ্রম করা।

সফলতা পেতে হলে দরকার অনুপ্রেরণা যা আমরা পেতে পারি সফলতার গল্প থেকে ,Quotes on lifeথেকে, মনিষিদের উক্তি মনিষিদের জীবনী, বিখ্যাত বানী থেকে, বানী চিরন্তনী থেকে।

“আশা হলো অসীম অন্ধকারের
মাঝেও আলো চেনার ক্ষমতা”

“সাফল্যের আগুন একা একা জ্বলে না।
এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে”

“সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো”

“সূর্য ডোবার সময়ে কিছুক্ষণের জন্য
আকাশে ভোরের মত রং দেখা যায়,
যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে”

যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না৷
প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর
মনের একমাত্র বীরপুরুষ।

যারা অপেক্ষা করে তারাই পাই, আর
তারাই হারায় যারা তাড়াহুড়া করে।

পৃথিবীটাকে যেভাবে বদলাতে চাও,
ঠিক সেই পরিবর্তনটা তোমার নিজের মধ্যে আনো।

সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে
চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে
অন্যদেরকে উপদেশ দেয়া।

জীবনে যার কাছে থেকে তুমি ভালোবাসা
পাবে তাকে তুমি ছুড়ে ফেল না।

শান্তি কখনোই শক্তি প্রয়োগ
করে আনা যায় না, একমাত্র
বোঝাপড়ার মাধ্যমেই তা সম্ভব ।

যে সব দৃশ আমরা খুব মন লাগিয়ে
দেখতে চাই সে সব দৃশ্য কখনো ভালভাবে
দেখতে পারি না সেই সব দৃশ্য অতি
দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়।

“তুমি যদি একটি জাহাজ বানাতে চাও
তবে তোমার লোকদের কাঠ যোগাড়
করতে আর পরিশ্রম করতে তাড়া দিও না।
বরং তাদের মনে সমুদ্রের অসীম
সম্ভাবনার আশা জাগিয়ে তোল”

সফলতার ভিত্তিতে আমাকে বিচার করোনা,
আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং
ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে।

সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়
বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো
জীবনের সবচেয়ে বড় সার্থকতা।

গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে
বদলাতে চেয়েছিলাম… আজ আমি বিজ্ঞ,
তাই নিজেকে বদলাতে চাই।

ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু
পানি ভালোবাসার আগুন নেভাতে পারে না।

প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক;
কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক।

তোমার বন্ধু হচ্ছে সে, যে তোমার সব
খারাপ দিক জানে; তবুও তোমাকে পছন্দ করে।

এক জনের জুতো নেই। এই নিয়ে
তার আক্ষেপ। তার আক্ষেপ ঘুচল।
কেননা সে দেখল এক জনের পা-ই নেই।

সে ব্যক্তি মুমিন নয় যে নিজে
তৃপ্তি সহকারে আহার করে,
অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।

যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ
নেই সে তো দেখা নয়, তাকানো।

পুরুষের লক্ষ্য রাখা উচিত যত
দিন বেশী তারা অবিবাহিত
জীবনযাত্রা করতে পারে

যদি তুমি কখনো অপমানিত বোধ কর
তবে অপরকে সেটা বুঝতে দেবে না।

তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো
সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন
তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে-
তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য।

“সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও
নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই
শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে”

“তুমি যদি টাকা ধার করো, তবে তুমি
ব্যাংকের কাছে দায়বদ্ধ; আর যদি টাকার
মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ”

একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।

অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।

আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি

যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি

আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোন প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরো মজবুত করতে না পারে তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্যে, নিয়্যতে ভুল আছে

ধর্ম ও নৈতিকতার শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ

বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকার টা বেশি শিক্ষা করে

একমাত্র শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতিকে উন্নত করা যেতে পারে

মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম চারটিকে প্ররোচিত করে

যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত

আরও পড়ুন:- Bangla Status About Life

নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না, নিমগাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনও মধুর হয় না।

পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, দশ বছর অবধি তাদের চালনা করবে, ষোল বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মত আচরণ করবে।

বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একইরকম। প্রয়োজন কালে তা বিদ্যাই নয়, ধনই নয়।

বিদ্যাবত্তা ও রাজপদ এ-দুটি কখনও সমান হয় না। রাজা কেবল নিজদেশেই সমাদৃত, বিদ্বান সর্বত্র সমাদৃত।

বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই। সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই।

“যদি আকাশে কোন খসে পড়া তারা দেখো তাহলে তখন একটা উইশ কর
তোমার সেই উইশ পুরন হবেই কারন এই ভাবেই তো আমি তোমায় নিজের করে পেয়েছিলাম ।

“তুমি এক বারই বাঁচবে কিন্তু যদি ঠিকভাবে বাচোঁ, এক বারই যথেষ্ট.” ———– Mae West

“দু রকম ভাবে তুমি তোমার জীবন কাটাতে পারো, হয় তুমি ভেবে নাও কোনকিছুই অলৌকিক না অথবা ভেবে নাও সবকিছুই অলৌকিক” ———– Albert Einstein

“কখনো কখনো প্রশ্ন করলেই শুধু জটিল হয়, কিন্তু উত্তর গুলো খুবই সরল” ———- Dr. Seuss

“জীবনের অর্থ নিজেকে খুঁজে পাওয়া নয়,
জীবনের অর্থ নিজেকে তৈরি করা “———– George Bernard Shaw

“জীবনটা অনেকটা সাইকেল চালানোর মতনই
ব্যালেন্স রাখতে গেলে এগিয়ে যেতে হবে” ———– Albert Einstein

“সুখ দায়ী মিথার থেকে,
দুঃখ দায়ী সত্যি অনেক ভাল” ———– Khaled Hosseini

“আমি সবার সাথে সমানভাবে কথা বলি তা সে ঝাড়ুদার-ই হোক বা কলেজের প্রফেসর-ই হোক।”———– Albert Einstein

“আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে দুঃখজনক ব্যাপার এটাই যে, বিজ্ঞান যত তাড়াতাড়ি knowledge লাভ করছে – সমাজ তার থেকে অনেক কম wisdom লাভ করছে” ———– Isaac Asimov

“জীবনের শেষ মৃত্যু, কিন্তু সম্পর্কের শেষ নয় ” ———– Mitch Albom

“জীবন কে আরিএ শান্তি পাওয়া যায় না ।” ———– Michael Cunningham

“যে ফুল প্রতিকূল অবস্থা থেকে ফুটে ওঠে সে সব থেকে আলাদা এবং সুন্দর ” ———– Walt Disney Company

আরও পড়ুন:- Rag Komanor Upay

Related Reads

psychology class er drisso
Shikkhonio Golpo
একটি অসাধারন পিপড়ার গল্প
Best Motivational Quotes In Bengali Language
Motivational Golpo Bangla – Choto Golpo Bangla

Filed Under: Motivation Story

About Maria Weber

I am working in a form that helps the business houses to improve security. I am working in a company that is a security consulting firm. Sometimes it becomes tough to convey all the things to your customers in just one meeting.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Over 20,0+ Readers

Get fresh content from Somoyer Tune
  • facebook
  • instagram
  • Twitter
  • pinterest
  • linkedin
  • reddit

Latest Posts Guide

Motivational Golpo Bangla – Choto Golpo Bangla

June 6, 2022

Quotes About Life In Bangla

June 5, 2022

Attitude Quotes Bangla

June 4, 2022

Best Motivational Quotes In Bengali Language

June 2, 2022

Bangla Husband Wife Quotes – স্বামী স্ত্রীর ভালবাসার উক্তি

May 22, 2022

Rag Komanor Upay – জানুন রাগ নিয়ন্ত্রণের উপায়:

May 18, 2022

About Us

Welcome to Somoyertune.com Website. We have here a collection of Bangla quotes, Bangla Songs Lyrics from All Latest and Old Dhallywood movies, Albums with details about Singers, Directors, Lyricists, and more.

Quick Links

  • About Us – Somoyer Tune
  • Privacy Policy
  • Contact Us

Connect With Us!


Copyright © 2022 Somoyer Tune