• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer

Somoyer Tune

Bangla Quotes, Bangla Songs Lyrics.

  • Home
  • Song Lyrics
  • Bangla Quotes
  • Motivation Story
You'r Here: Home → Song Lyrics → Best Bangla Song Lyrics
Best Bangla Song Lyrics

Best Bangla Song Lyrics

posted On December 1, 2021

Ore Nil Doriya Lyrics Papon in bengali :

ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে নীল দরিয়া ..আ.

কাছের মানুষ দুরে থুইয়া
মরি আমি ধড় ফড়াইয়া রে হে
কাছের মানুষ দুরে থুইয়া..আ..
মরি আমি ধড় ফড়াইয়া রে হে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বধূয়া হায়রে
কি জানি কি করে

ওরে সাম্পানের নাইয়া
আমায় দেরে দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে সাম্পানের নাইয়া ..আ….

হইয়া আমি দেশান্তরী
আরে দেশ বিদেশে ভিড়াই তরী রে হে..
হইয়া আমি দেশান্তরী ই..ই..
আরে দেশ বিদেশে ভিড়াই তরী রে ..হে ..
নোঙর ফেলি ঘাটে ঘাটে
নোঙর ফেলি ঘাটে ঘাটে
বন্দরে বন্দরে
আমার মনের নোঙর পইড়া রইছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে
এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধূয়া আমার
রইছে পন্থ চাইয়া
ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে নীল দরিয়া….
Song: Ore Nil Doriya  Singer : Abdul Jabbar Lyrics : Mukul Chowdhury

O Amar Bondhu go Chiro Sathi poth chola:

ও আমার বন্ধু গো,
চির সাথী পথ চলার।
তোমারই জন্য গড়েছি আমি,
মঞ্জিল ভালবাসার।
ও আমার বন্ধু গো,
চির সাথী পথ চলার।
তোমারই জন্য গড়েছি আমি,
মঞ্জিল ভালবাসার।

এক সাথে রয়েছি দুজন,
এক ডোরে বাঁধা দুটি প্রাণ।
ছিঁড়বেনা কভু এই বাঁধন,
আসলে আসুক তুফান।
এক সাথে রয়েছি দুজন,
এক ডোরে বাঁধা দুটি প্রাণ।
ছিঁড়বেনা কভু এই বাঁধন,
আসলে আসুক তুফান।
তুমি আমারই বলবো শতবার।
ও আমার বন্ধু গো,
চির সাথী পথ চলার।
তোমারই জন্য গড়েছি আমি,
মঞ্জিল ভালবাসার।
হাত দু’টি ধরেছি তোমার,
মানবো না কোনো বাধা আজ।
শুনবো না কারো কথা যে আর,
মন্দ বলুক সমাজ।
হাত দু’টি ধরেছি তোমার,
মানবো না কোনো বাধা আজ।
শুনবো না কারো কথা যে আর,
মন্দ বলুক সমাজ।
তুমি আমারই হায়, বলবো শতবার
ও আমার বন্ধু গো,
চির সাথী পথ চলার।
তোমারই জন্য গড়েছি আমি,
মঞ্জিল ভালবাসার।
ও আমার বন্ধু গো,
চির সাথী পথ চলার।
তোমারই জন্য গড়েছি আমি,
মঞ্জিল ভালবাসার।
Song Name: O Amar Bondhu Go Singer: Agun And Runa Laila  Lyrics: Moniruzzaman Monir

Oporadhi Song Lyrics in Bangla:

একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে আগলায়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম

একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে আগলায়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম

ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাঁই
এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই
ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে
তুই যা রে যা উইড়া যা রে অন্য খাঁচাতে

ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে

তোরে স্কুল পলায়া একটা নজর দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম
হাইরে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম
আমার সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম

তোরে স্কুল পলায়া একটা নজর দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম
হাইরে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম
আমার সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম

এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে
এতো ভালোবাসার পরেও আমার কম কী ছিল রে?
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়
তুই দেইখা ল রে ত্রিভুবনে কেউতো কারো নয়

ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে

রে-রে-রে-রে, রারি-রেরে-রেরে-রে
রে-রে-রে, রে-রে-রে, রেরে, রেরে, রে
ও রে-রে-রে-রে, রারি-রেরে-রেরে-রে
রে-রে-রে, রে-রে-রে, রেরে, রেরে, রে

তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না
কারো হাসিমুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না
কেউ আর flexiload-এর দোকানটাতেও ভীড় জমায় না

তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না
কারো হাসিমুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না
কেউ আর flexiload-এর দোকানটাতেও ভীড় জমায় না

এখন তারার মতো জ্বলে-নেভে কষ্টগুলা রে
আমি গিটারের সুর সাথে লইয়া ভালোই আছি রে
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়
তুই দেইখা ল রে ত্রিভুবনে কেউতো কারো নয়

ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে

ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে

Song Title:     Oporadhi Song Lyrics  Singer:  Arman Alif  Lyricist: Arman Alif

Pagol Mon Mon Re Song Lyrics In Bengali :

কে বলে পাগল
সে যেন কোথায়,
রয়েছে কতই দূরে
মন কেন এতো কথা বলে।

কে বলে পাগল
সে যেন কোথায়,
রয়েছে কতই দূরে
মন কেন এতো কথা বলে,
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে,
ও পাগল মন, মন রে
মন কেন এত কথা বলে।।

মনকে আমার যত চাইযে বোঝাইতে
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে,
মনকে আমার যত চাইযে বোঝাইতে
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে,
পাগল মন রে, মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।।

আমি বা কে আমার মনটা বা কে
আজও পারলাম না আমার মনকে চিনিতে,
আমি বা কে আমার মনটা বা কে
আজো পারলাম না আমার মনকে চিনিতে,
পাগল মন রে, মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।।

আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ
মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন,
আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ
মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন,
পাগল মন রে, মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে,
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।।

Song: Ke Bole Pagol Pagol Mon Mon Re  Singer: Indrani Sen Lyricist: Khan Ataur Rahman

Purano Sei Diner Kotha Lyrics:

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়,
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়..

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়,
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়..

আয় আর-একটিবার আয় রে সখা
প্রাণের মাঝে আয়,
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়..

আয় আর-একটিবার আয় রে সখা
প্রাণের মাঝে আয়,
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়..

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়,
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়..

মোরা ভোরের বেলা ফুল তুলেছি
দুলেছি দোলায়,
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়..

মোরা ভোরের বেলা ফুল তুলেছি
দুলেছি দোলায়,
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়..

হায় মাঝে হল ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়,
আবার দেখা হল সখা
প্রাণের মাঝে আয়..

হায় মাঝে হল ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়,
আবার দেখা হল সখা
প্রাণের মাঝে আয়..

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়,
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়..

Song Name: Purano Sei Diner Kotha Music: Rabindra Sangeet Lyrics: Rabindra Nath Tagore

Related Reads

Boshonto Batashe Lyrics In bengali
Poran Pakhi Song Lyrics:
Bangla Gaan Lyrics – Top 06 Best Bengali Song Lyrics
Baba Tumi Song Lyrics In Bengali :
Eto Kichu Bojho Song Lyrics In Bengali :

Filed Under: Song Lyrics

About Maria Weber

I am working in a form that helps the business houses to improve security. I am working in a company that is a security consulting firm. Sometimes it becomes tough to convey all the things to your customers in just one meeting.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ঘরে বসে Spoken English

spoken english

Over 20,0+ Readers

Get fresh content from Somoyer Tune

  • facebook
  • instagram
  • Twitter
  • pinterest
  • linkedin
  • reddit

Latest Posts Guide

husband wife love caption

August 29, 2023

O Priyotoma Lyrics

August 20, 2023

life quotes in bengali

February 26, 2023

সমস্যা সমাধানের দক্ষতা কী ও কীভাবে অর্জন করবেন?

February 7, 2023

About Us

Welcome to Somoyertune.com Website. We have here a collection of Bangla quotes, Bangla Songs Lyrics from All Latest and Old Dhallywood movies, Albums with details about Singers, Directors, Lyricists, and more.

Quick Links

  • About Us – Somoyer Tune
  • Privacy Policy
  • Contact Us

Connect With Us!


Copyright © 2023 This Website is Designed and Developed by WP Bias