Bangla Husband Wife Quotes:-
হাতে হাত ,কানের কাছে মুখটি এনে বলে,
এসো না কাছে ,দুজন ভিজি আজ বৃষ্টির জলে
চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।
হতে পার তুমি মন থেকে দুরে তথাপি,
রয়েছো মোর নয়ন পুরে॥
হয়তো তুমি নেই এই হৃদয়ে,
তবুও রয়েছো পরশের-ই ভিতরে।
কারণ, ভালবাসি শুধুই তোমারে
ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,,
শিশির ভেজা ফুলের মত পবিত্র..
কিন্তু সময়ের কাছে পরাজিত,,
বাস্তবতার কাছে অবহেলিত..!
তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি…. লিখতে পারিনা॥
তুমি সেই ছবি! যা কল্পনা করি…. আঁকতে পারি না॥
তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই….
কিন্তূ তা কখনো-ই পাই না
ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস,
তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস, জান,
আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ |
জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ
Romantic love sms for husband in bangla
মহান কোন উপহার পাওয়া য়ায় না কোন দোকানে,
পাওয়া য়ায় না কোন গাছের নিচে,
সেটা পাওয়া শুধু পাওয়া য়ায়
সত্যকারী ভালবাসার মানুষের মনে
এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন জানিনা যে এই জীবনে,
কে হবে আপন মনের মত চাই তারে,
চাই তার মন হবে কি তুমি,
আমার কাছের একজন॥
Ami 2make Valobasi 2mi Keno Bojho Na Amake .
Manuser Beche Thakar Jonno Nissaser ProyoJan,
Amar Beche Thakar Jonno 2make Pro Jan.
Kono Meye K Je Bolbo Valobasi 2may,
Choromz Voy Lage Ridoy Er Heart Beat Bere Jai..
R Roktoo Mne Hoy Heem Hoye Jai
আরও পড়ুন:- Bengali Love Quotes
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে
তুমি চাঁদ নও তবে চাঁদের আলো।
তুমি ফুল নও তবে ফুলের সৌরভ।
ও তুমি নদী নও তবে নদীর ঢেউ।
তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ॥
সারাক্ষন ভাল থেকো, ভালবাসা মনে রেখ ।
দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে॥
নানা রঙের স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ॥
আরও পড়ুন:- Bangla Status About Life
স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা ।
হৃদয় দিয়ে খুজি আমি, মনের ঠিকানা ।
ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে,
যদি বলে সে আমায় সত্যি ভালবাসে॥
সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি,
মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি।
দু’হাত বাড়ালাম আমি তোমার তরে,
তুমি কী নিবে আমায় ভালবেসে আপন করে ?
একদম নিখুঁত মানুষখুঁজতে যেও না ,
বিধাতা মানুষের ভিতরকিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে;
বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,
তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না..!
স্বামীর জন্য কবিতা
পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিস
গুলিরজন্যে কিন্তু টাকা লাগে না ।
বিনা মুল্যে পাওয়া যায় যেমন জোছনা
বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালবাসা|
চায়নি হতে তোমার জীবনে কাটা তারের বেড়া
জর না করে প্রজাপতির মতন আলত করে ধরে রাখতে চেয়েছিলাম ।
আজ দেখছি আমি তোমার পথে বাধা হয়ে গেছি এবং
সেটা সরানোর দায়ভার টাও আমিই নিলাম।
একটা আঁকাশে অনেক তাঁরা ।
একটা জীবনে দূঃখ ভরা ।
অনেক রকম প্রেমের ভুল ।
ভুলের জন্য জীবন দিবো ।
তবুও আমি তোমারই রবো ।
Khusbhu er moto tomar modhe miliye jabo;
Sukun hoye tomar hridoy vore debo;
anubhab kore khusite thakbe;
jokhon amay mone korbe; dur thake chole asbo.!!
কোন এক তীর হারা নদীর ধারে।
চাঁদ,তারা বসে জুটিয়ে প্রেম করে।
তা দেখে রাত হিংসা করে।
অন্ধকার লুকিয়ে রেখে আলোয় দেয় ভরে।
সে আলোয় চাঁদ,তারা কে হারিয়ে ফেলে।
তখন চাঁদ, তারা কে খুঁজতে শুরু করে।
এদিকে নদীর এক কোণে বসে তাঁরা কাঁদিয়া,কাঁদিয়া মরে
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
কখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।
এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে॥
করবো তোমায় আলোকিত সুখের
প্রদীপ জ্বেলে,চাওয়া পাওয়ার স্বপ্নে॥
দুর নিলিমায় রয়েছি তুমার পাসে।
খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে।
শুনাব না কোন গল্প,গাইব শুধু গান।
যে গানে খুজে পাবে ভালবাসার টান।
“তােমায় নিয়েই আমার মনের
মাঝে হাজার চাওয়া-পাওয়া।
তােমার বধূ হয়ে আমার
সারাজীবন গান গাওয়া।”
“গাছের জীবন লতা পাতা,
মাছের জীবন পানি,
ছেলের জীবন টাকা পয়সা,
মেয়ের জীবন স্বামী।”
“এই বুকেতে লিখেছি যে
শুধু তোমার নাম।
স্বপ্ন তুমি, সাধনা তুমি,
তুমি আমার প্রান।”
“জোনাকি হলো রাতের বাতি,
স্বপ্ন নাকি ঘুমের সাথী।
এই মন হলো এক মায়াবী পাখি,
আর তুই আমার সারা জীবনের সাথী।”
“তােমার ভালােবাসার বাঁধনে,
বাধা আমার মন।
আমার হৃদয়ে লেখা,
শুধু তােমারই নাম।”
স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ
বিবাহ হল বিশ্বাস, শ্রদ্ধা, ভালবাসা এবং প্রতিশ্রুতিবদ্ধ এক পবিত্র বন্ধন। এবং এই পবিত্র বন্ধন টিকে আরো মধুর করে তুলতে Bangla Love Sms আপনাকে সাহায্য করবে। তবে আপনি আপনার স্বামীকে কতটা ভালোবাসেন তা প্রকাশ করা কখনও কখনও একটু মুশকিল হতে পারে। তিনি আপনার স্বপ্নের মানুষ এবং আপনার জীবনের অংশীদার, সুতরাং সঠিক শব্দগুলি খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ। এবং সেই জন্যই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা সেরা কিছু Bangla Love Sms For Husband ও husband wife love sms bangla।
“তােমায় ভেবেই দিনের শুরু..
রাত্রিও ভাের হয়,
তুমি আছাে বলেই..
আমার ভালাে থাকা হয়।”
“এতো ভালোবাসা পেয়েছি
তোমার কাছ থেকে,
দুষ্টু এই মন চায় আরো
বেশী পেতে, কি জানি
তোমার মধ্যে কি আছে,
এই মন চায় তোমাকে
আরো বেশী কাছে পেতে।”
“কতটা ভালবাসি জানি না,
তবে রাতে ঘুমানাের আগে
এবং সকালে ঘুম থেকে ওঠার
পর, তাের কথাই মনে পড়ে….”
“চাঁদ চাই পৃথিবী,
শিশু চাই খেলনা।
আমি চাই তোমাকে,
কেন তুমি বোঝনা।”
“জানিনা ভালোবাসার আলাদা
আলাদা নিয়ম আছে কিনা,
তবে আমি কোন নিয়মে তোমাকে
ভালবেসেছি তাও জানিনা,
শুধু এইটুকু জানি আমি তোমাকে
অনেক অনেক ভালোবাসি।”
“আমি তো হাত বাড়িয়ে
দাড়িয়ে আছি
তোমার ভালবাসা নিবো বলে।
দাও তুমি কতো ভালবাসা
দেবে আমায়।
বিনিময়ে একটা হৃদয় তোমায়
দিবো যা কখনো
ফিরিয়ে নেবার নয়।”
“আমি তোমাকে চাই কল্পনাতে
নয় বাস্তবে,
আমি তোমাকে চাই ছলনাতে
নয় ভালোবাসায়,
আমি তোমাকে চাই তোমার
মত করে নয়,
আমার মত করে,
আমি তোমাকে চাই
খনিকের জন্য নয়,
চিরদিনের জন্য।”
Sad Status Bangla
Love Quotes For Husband In Bengali
“তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই।
I Really Love You”
চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত।
সুর্য কে ভালবাসি দিন পর্যন্ত।
ফুল কে ভালবাসি সুবাস পর্যন্ত।
কিন্তু তোমাকে ভালবাসবো
শেষ নিশ্বাস পর্যন্ত!!
টিপ দিলেই বলিস তুই
টিপ হয়েছে বাঁকা,
ঠিক করার অজুহাতে
আমায় ছুঁয়ে থাকা।
জ্বর এসেছে শুনলে
জানি কপাল ছুঁয়ে দিবি,
ভালোবাসি বলতে গাধা
আর কত সময় নিবি?
বুক ভরা ভালোবাসা আমি
রেখেছি তোমার জন্য!!
তুমি যে আমার,
আমি যে তোমার!!
তুমি শুধু আমার জন্যে!!
আমি শুধু তোমার জন্যে!!
জানি না কতটুকু
ভালোবাসি তোমায়।
শুধু বলব আমার ভালোবাসার
শেষ নাই।
তুমি যদি এর সিমানা
খুঁজতে যাও।
তুমি নিজেই হারিয়ে যাবে
আমার ভালোবাসায়।
আরও পড়ুন:- Romantic Quotes Bangla, husband wife love caption
Good post. I learn something new and challenging on blogs I stumbleupon everyday. Its always useful to read articles from other writers and use something from their web sites.