• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer

Somoyer Tune

Bangla Quotes, Bangla Songs Lyrics.

  • Home
  • Song Lyrics
  • Bangla Quotes
  • Motivation Story
You'r Here: Home → Song Lyrics → anupam roy songs lyrics in bengali
anupam roy songs lyrics in bengali

anupam roy songs lyrics in bengali

posted On November 12, 2021

Anupam Roy Songs Lyrics

Amake Amar Moto Thakte Dao Lyrics In Bengali:

আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি

আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন

তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাচের মত
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীণে চোখ রাখবো না-না-না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়
আশেপাশে আমি আর নেই

আমার জন্য আলো জ্বেলনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না-না-না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

না… না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
না… না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না

তোমার রক্তে আছে স্বপ্ন যত
তাঁরা ছুটছে রাত্রি-দিন নিজের মত
কখনো সময় পেলে একটু ভেবো
আঙুলের ফাঁকে আমি কই!

হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
যত শুকনো পেয়াজ কলি ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো না-না-না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

না… না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
না… না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
না… না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না

Song: Amake Amar Moto Thakte Dao Singer: Anupam Roy Music & Lyrics: Anupam Roy

Bariye Dao Tomar Haat Lyrics by Anupam Roy:

বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই,
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই,
বাড়িয়ে দাও তোমার হাত,
তোমার হাত।

কিভাবে কাঁচের দেয়াল
যেন আটকে থেকে যায়,
কখনো ফুরোয় কথায়।
অনেক সন্ধ্যাবেলায়
তোমার ক্লান্ত চুলের হাত,
ছোঁয়াও আমার মাথায়।
এখন কৃষ্ণচূড়ার আলোয়,
আমাদের রাস্তা সাজানো।
ও.. ও.. ও..

তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো।
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই,
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত,
তোমার হাত।

মনের ভেতর ঘরে
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন,
পাহাড় বরফ ঢেলে মুহূর্ত গলানো
হয়তো যাবে তখন।
এখন কৃষ্ণচূড়ার আলোয়,
আমাদের রাস্তা সাজানো।
ও.. ও.. ও..

তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো।
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত,
তোমার হাত।

Song: Bariye Dao Tomar Haat Singer: Anupam Roy  Music & Lyrics: Anupam Roy

Ekhon Onek Raat Lyrics In Bangla :

এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়

ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়

এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়

ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়

কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি

আমি ভাবতে পারিনি
তুমি বুকের ভেতর ফাটছো
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারিনিতোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ

তোমার গানের সুর
আমার পকেট ভরা সত্যি মিথ্যে
রেখে দিলাম তোমার ব্যাগের নীলে
জানি তর্কে বহুদূর
তাও আমায় তুমি আঁকড়ে ধরো
আমার ভেতর বাড়ছো তিলে তিলে

কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি

আমি ভাবতে পারিনি
তুমি বুকের ভেতর ফাটছো
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারিনি
তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ

এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়

এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ভালোবাসায়

Song Name: Ekhon Onek Raat  Singer: Anupam Roy Music & Lyrics: Anupam Roy

Ami Ajkal Bhalo Achi Lyrics In Bangla:

আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি
আমি আজকাল ভালো আছি

তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি

পারদের ওঠা নামা আমাকে ভাবিয়ে তোলে না আর
ঝিনুকের রঙ চিনে নিতে শিখে গেছি আমি এবার
শোন নতজানু হয়ে কেউ বসে নেই কোথাও
ফিরে গেছি সব কিছু ফেলে
আর একশো বছর আমি বাঁচবই, পড়ে দেখ
লেখা আছে স্পষ্ট দেওয়ালে

আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি
এক লাফে Signal পেরোতে পা আঁকড়ে ধরে না
অজস্র কালবৈশাখী আর আছড়ে পড়ে না
শোন অভ্যেস বলে কিছু হয় না এ পৃথিবীতে
পালটে ফেলাই বেঁচে থাকা
আর একশো বছর আমি বাঁচবই, জেনে রাখ
হোক না এ পথঘাট ফাঁকা

আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো

Song: Aami Aajkal Bhalo Aachi Singer: Anupam Roy  Music Composer & Lyricist: Anupam Roy

Tumi Jake Bhalobaso Lyrics in Bengali:

তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড় ।
তোমার কথার শব্দ দূষণ
তোমার গলার স্বর ।
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুন জ্বর ।
তুমি অন্য কারোর সঙ্গে
বেঁধো ঘর ।

তোমার নৌকোর মুখোমুখি
আমার সৈন্যদল ।
বাঁচার লড়াই ।
আমার মন্ত্রী খোয়া গেছে
একটা চালের ভুল ।
কোথায় দাঁড়ায় ।
কথার ওপর কেবল কথা
সিলিং ছুঁতে চায় ।
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায় ।
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান ।

বুকের ভেতর ফুটছে যেন
মাছের কানকোর লাল ।
এত নরম ।
শাড়ির সুতো বুনছে যেন
সেই লালের কঙ্কাল ।
বিপদ বড় ।

কথার ওপর কেবল কথা
সিলিং ছুঁতে চায় ।
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায় ।
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান ।

Song: Tumi Jake Bhalobaso Singer: Iman Chakraborty Lyrics: Anupam Roy

Ei Meghla Dine Ekla Lyrics in Bengali:

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাব, কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ

যুথি বনে ওই হাওয়া
করে শুধু আসা-যাওয়া।
হায় হায়রে, দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাব, কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাব, কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ

শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হল মন যে উদাসীন

আজ আমি ক্ষণে ক্ষণে
কী যে ভাবি আনমনে
তুমি আসবে, ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাব, কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাব, কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ

Song: Ei Meghla Dine Ekla Singer: Anupam Roy   Original Singer: Hemanta Mukhopadhyay  Lyricist: Gauriprasanna Mazumder

Ref:

Anupam Roy: Ei Meghla Dine Ekla Lyrics in Bengali:

Related Reads

Poran Pakhi Song Lyrics:
Baba Mane Hajar Bikel Lyrics:
Shopner Cheyeo Modhur Lyrics In Bangla :
Baba Kotodin Dekhina Tomay Lyrics
Top 5 Bangla Deshattobodhok Gaan Lyrics

Filed Under: Song Lyrics

About Maria Weber

I am working in a form that helps the business houses to improve security. I am working in a company that is a security consulting firm. Sometimes it becomes tough to convey all the things to your customers in just one meeting.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ঘরে বসে Spoken English

spoken english

Over 20,0+ Readers

Get fresh content from Somoyer Tune

  • facebook
  • instagram
  • Twitter
  • pinterest
  • linkedin
  • reddit

Latest Posts Guide

সমস্যা সমাধানের দক্ষতা কী ও কীভাবে অর্জন করবেন?

February 7, 2023

10 Minute school all pdf book free download

February 5, 2023

Tomar Jonno Nilche Tara lyrics

January 5, 2023

10 minute school discount code, Promo Codes In 2022

November 25, 2022

About Us

Welcome to Somoyertune.com Website. We have here a collection of Bangla quotes, Bangla Songs Lyrics from All Latest and Old Dhallywood movies, Albums with details about Singers, Directors, Lyricists, and more.

Quick Links

  • About Us – Somoyer Tune
  • Privacy Policy
  • Contact Us

Connect With Us!


Copyright © 2023 This Website is Designed and Developed by WP Bias